Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বেতন ভাতা সহ অন্যান্য তথ্যই ইতোপূর্বে ম্যানুয়ালী এবং সনাতন পদ্ধতিতে রাখা হত যা অনেক ক্রুটিপূর্ন ছিল। এপদ্ধতিতে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে দেশের মোট  কর্মচারী/কর্মকর্তাগনের  সংখ্যা,বেতন ভাতা সহ যাবতীয় তথ্য স্বল্প সময়ের মধ্যে পা্ওয়ার কোন ব্যবস্থা ছিলনা। অনলাইনে জাতীয় বেতন স্কেল/১৫ এর বেতন নির্ধারণ হ্ওয়ায় প্রত্যেকের পৃথক পৃথক স্থায়ী ডাটা বেজ তৈরি হয়েছে। ফলে  কর্মচারী/কর্মকর্তাগনের  যাবতীয়  তথ্য মূহুত্যেই পা্ওয়া সম্ভব। অনুরূপভাবে সরকরের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ আধুনিকায়ন করার লক্ষ্যে সম্প্রতি আইবাস ++ সংযোজিত করা হয়েছে। এতদিন সরকারী হিসাবায়ন পদ্ধতি অত্যমত্ম সনাতন প্রকৃতির ছিল। এহিসাবায়ন প্রক্রিয়া অনেক দূর্বল দিক ছিল। অনেক ক্ষেত্রেই হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিলনা।  অনেক তথ্য ছিল অজানা। ফলে কোন তথ্য একনজরে পাওয়া সম্ভব ছিলনা  এবং কোন আর্থিক বিষয়ে সিদ্ধামত্ম গ্রহনে অসুবিধা হত। আইবাস ++  চালু হ্ওয়া সরকারী আয় ব্যয়,প্রজাতন্ত্রের কর্মচারী,পেনশনার সহ সকল তথ্য এক নজরে পাওয়া সম্ভব। ভবিষ্যতে ইএফটি এর মাধ্যমে বেতনভাতা, পেনশন প্রদান সহ সরকারী হিসাব প্রনয়ন ও সংরক্ষণে আরও ডিজিটালইজ করার পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যতে কর্মকর্তা/কর্মচারীগণের আনলাইনে বেতন উপস্থাপন, ইএফটি এ মাধ্যমে বেতন প্রদান,পেনশনারদের ক্ষেত্রে নিজ নিজ ব্যাংক একাউন্টটে পেনশনের অর্থ ট্রান্সফার ইত্যাদি কর্মপরিকল্পনা রয়েছে।