Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মিশন ও ভিশন

ভিশন ও মিশনঃ

প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বেতন ভাতা সহ অন্যান্য তথ্যই ইতোপূর্বে ম্যানুয়ালী এবং সনাতন পদ্ধতিতে রাখা হত যা অনেক ক্রুটিপূর্ন ছিল। এপদ্ধতিতে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে দেশের মোট  কর্মচারী/কর্মকর্তাগনের  সংখ্যা,বেতন ভাতা সহ যাবতীয় তথ্য স্বল্প সময়ের মধ্যে পা্ওয়ার কোন ব্যবস্থা ছিলনা। অনলাইনে জাতীয় বেতন স্কেল/১৫ এর বেতন নির্ধারণ হ্ওয়ায় প্রত্যেকের পৃথক পৃথক স্থায়ী ডাটা বেজ তৈরি হয়েছে। ফলে  কর্মচারী/কর্মকর্তাগনের  যাবতীয়  তথ্য মূহুত্যেই পা্ওয়া সম্ভব। অনুরূপভাবে সরকরের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ আধুনিকায়ন করার লক্ষ্যে সম্প্রতি আইবাস ++ সংযোজিত করা হয়েছে। এতদিন সরকারী হিসাবায়ন পদ্ধতি অত্যমত্ম সনাতন প্রকৃতির ছিল। এ হিসাবায়ন প্রক্রিয়া অনেক দূর্বল দিক ছিল। অনেক ক্ষেত্রেই হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিলনা।  অনেক তথ্য ছিল অজানা। ফলে কোন তথ্য একনজরে পাওয়া সম্ভব ছিলনা  এবং কোন আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহনে অসুবিধা হত। আইবাস ++  চালু হ্ওয়া সরকারী আয় ব্যয়,প্রজাতন্ত্রের কর্মচারী,পেনশনার সহ সকল তথ্য এক নজরে পাওয়া সম্ভব। ভবিষ্যতে ইএফটি এর মাধ্যমে বেতনভাতা, পেনশন প্রদান সহ সরকারী হিসাব প্রনয়ন ও সংরক্ষণে আরও ডিজিটালইজ করার পরিকল্পনা রয়েছে।