উপজেলা হিসাব রক্ষণ অফিস ,পুঠিয়া,রাজশাহী কার্যালয়ে জুন/১৭ মাস থেকে আইবাস++ চালু হয়েছে। আইবাস++ এ উপজেলার প্রায় ১০০০ কর্মকর্তা/কর্মচারীর এবং প্রায় ৪৫০ জন পেনশনারের ডাটা বেজ তৈরী করা হয়েছে এবং এসকল কর্মকর্তা/কর্মচারীর বেতন নির্ধারণ ও পেনশনারদের পেনশন নির্ধারণ করা হয়েছে। ফলে এসকল ডাট বেজ থেকে সহজেই জানা যাবে এ উপজেলায় কোন গ্রেডের কতজন কর্মকর্তা/কর্মচারী আছে,সকল কর্মকর্তা/কর্মচারীর সর্বমোট মূল বেতন বা বাড়ীভাড়া বা চিকিৎসা ভাতায় কত টাকা প্রয়োজন হচ্ছে ইত্যাদি জানা সম্ভব । অনুরূপ ভাবে পেনশনারদের ডাটা বেজ থেকে জানা যাবে পেনশন বা চিকিৎসা ভাতা প্রদানে কত টাকার আর্থিক সংশেস্নষ্ রয়েছে। শুধু প্রদানের ক্ষেত্রে নয় আয়ের ক্ষেত্রে জানা সম্ভব আইটি , ভ্যাট সহ অন্যান্য পা্রপ্তি খাতে কোন মাসে সরকারের কত টাকা আয় হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস