উপজেলা হিসাব রক্ষণ অফিস অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের অধিনস্ত একটি অফিস। উপজেলার সকল সরকারী দপ্তরে কর্মরত কর্মকর্তা / কর্মচারীগণের বেতনভাতা, পেনশন, জিপিএফ এর হিসাব সংরক্ষণ ও পরিশোধ,বিভিন্ন অগ্রীম বিল সহ উপজেলার সকল দপ্তরের অন্যান্য ব্যয়ের বিল পরিশোধ করা হয় এবং মাস শেষে খরচের মাসিক হিসাব সেন্ট্রাল আইবাসে প্রেরণ করা হয়। উপজেলার সকল কর্মকর্তা/কর্মচারীর বেতন ও চাকুরী সংক্রান্ত তথ্য এবং পেনশনাগণের ডাটা বেজে তথ্য সংরক্ষণ করা হয়। প্রজাতন্ত্রের সরকারী হিসাব সংরক্ষণ করা হয়।
এ দপ্তরের সাংগঠনিক কাঠামোঃ
পদ |
অনুমোদিত |
কর্মরত |
শূন্য |
হিসাবররক্ষণ কর্মকর্তা |
০১ |
০১ |
- |
এসএএস সুপার |
০১ |
০১ |
- |
অডিটর |
০২ |
০২
|
-
|
জুঃঅডিটর |
০২ |
০১
|
০১ |
টাইপিষ্ট |
০১ |
০১ |
- |
অফিস সহায়ক
|
০১
|
- | ০১
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস